পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Հ88 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বহিতেছে এক স্রোতে জাহ্নবী যমুনা, অভিন্ন অনন্ত প্রেমে ভগিনী যুগল ; সে দিন আসিবে শৈল চরণে তোমার ! যত দিন এই স্বপ্ন ফলিবে না,—দেবি ! কহ এই স্বপ্ন হয় । ফলিবে কি কভু ?— তত্ব দিন যেই উচ্চ ধৰ্ম্ম প্রমণীর ' শিখিলাম, সেই ধৰ্ম্ম কবি সাধন ; তত দিন— গৃহ ক্ষেত্র মুভদ্রাস, শৈলজার বন ? এখনো চাহিয়া t আকাশের পানে শৈল হইল নীরব, স্বভদ্রার বুকে মুখ, ধরিয়া গলায়। সুভদ্র চাহিয়া স্থির আকাশের পানে, চন্দ্রদীপ্ত অশ্র-সিক্ত কপোল কমলে বহিছে সে প্রেম ধারা ; সিদ্ধ চন্দ্রীলোকে হেম নীলমণিময় মূৰ্বতি যুগল আলিঙ্গিয়া পরস্পরে স্বপ্নে মহিমার, মানবের উদ্ধারের স্বপ্নে নিমজ্জিত,অপার্থিব, প্রেমময়, পত্রিতাময়। ধীরে ধীরে প্রসারিয়া নয়ন যুগল— আকৰ্ণবিশ্রাস্ত নেত্র,– প্রসারিয়া কর কহিতে লাগিল শৈল উন্মদিনী মত,-- *ওই দেখ ! ওই দেখ জনক জননী আবার বসিয়া ওই শশাঙ্কমগুলে ! কি হাসি বদনে, আহা ! কি প্রেম নয়নে । সফল হইবে স্বপ্ন ? একি দেখি পুনঃ

  • .