পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>&○ o নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ননীচের চুরি করি আনিল বাছায় কোলে মম, তোর বাপ পড়ে যেন পায়ে । কহিস অভিরে যদি এ পোড়া স্বপন এখনি খাইবি মার ! চলিচু এখন, আজি রণে যেতে তীরে দিবনা কখন । অপূৰ্ব্ব স্বপন ব্যাখ্যা ! হাসিল উত্তর, বরিধা-জ্যোৎস্না-খেলা,--নেত্র অশ্র ভর | डादिन-“शनिश खड़े दाविमौद्र भरू ছুটিয়াছে শিশুহার, আজি রণে আর পরিবে না যেতে, আর কি ভয় আমার ? কেনইবা এত ভযু হয় আজি মনে, থেকে থেকে কাপে বুক কেন অকারণে ? গোবিন্দ মাতুল যার, সুভদ্রা জননী, পিত ধনঞ্জয়, নিজে বীরেন্দ্র আপনি পুথি-শ্রেষ্ট-মহারথী, সে যাইবে রণে, তাতে কেন এই ভয় হবে মম মনে ? হাসি মুখে নিত্য যায়, নিত্য করে বু৭, বুপক্ষেত্ৰ যেন তার খেলার প্রাঙ্গণ । আমিই কি ডব্লি রণে ? নহি কি ক্ষত্রিয়া। বিরাটভনয় আমি অভিমনু্য-প্রিয় ? অৰ্জ্জুনের শিবা অমি, সেই নাট্য ধরে শিখালেন অস্ত্র বিদ্যা কতই আদরে । , দেখি অঙ্গ শিক্ষা মম, লইয়া হৃদয়ে কহিতেন—“হবে পতি অর্জুন-তনয় ? জানিত না অভি ; এক দিন দ্বারকায় স্বজিল দুর্ভে লক্ষ্য ; বিধি হেলায়