পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ১২৫৩ দ্রে।৭-প্রতিদ্বন্দ্বী আমি ! ষোড়শ বৎসরে 海山 ফলিয়াছে এ গৌরব, এ ইন্দ্রস্ব ভার, কোন ক্ষত্রিয়ের ভাগ্যে, কোন ক্ষত্রিয়ার ? দে বিদায় হাসি মুখে ! খেল ততক্ষণ পুতুল বাইয়া তোর ; পুতুলের সনে থেলিয়া আমার খেলা আসিব এখন । । হইবে বিবাহ আজি কস্তার আমার । দেখ দেখি মেয়ে মম সুন্দরী কেমন । কেমন সোণার নাক, রূপার নয়ন । দেখ স্বয়ংবর-সভা ! রাজা অগণন বসিয়াছে চারিদিকে। বর-কৰ্ত্তা তুমি, তুমি গেলে, কে করিবে বর-অভ্যর্থনা ? বিষ্ক ফেলি পাত্রী তবে যুড়িবে ক্ৰন্দন। কঁাদ পোড়া মুর্থী।– কল্প কঁদিতে লাগিল “পি পি” রবে, অভিমত্যু হাসিয়া আকুল থাকিতে এমন বর-কৃষ্ণ, ধনঞ্জয়, কাদিতে বরের তরে হইবে না তোর দুহিতার। যুদ্ধ-অস্তে সায়াহ্নে পূরণ হবে স্বয়ংবর-সভা ; বিদায় এখন । ছুটি বিজলীর বেগে, শিবিরের দ্বার রুদ্ধ করি দাড়াইল বালা আচম্বিত, রুদ্ধ করাষ্টেতে পৃষ্ঠ করিয়া স্থাপিত। বাম পদে অগ্রে, করে কবাট চাপিয়া, পটে যেন রতি-চিত্র উঠিল ভাসিয়া ! আলু থালু বেণী, আলুলায়িত বসন,