পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫৪ छे ! নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কেশ-বাস-সমাচ্ছন্ন অরুণ বরণ ! বিস্তৃত বিশাল নেত্র, বদন গম্ভীর,— নবীন অরুণ বক্ষে নীল সরসীর । । দাড়াইয়া দুইজন, চিত্র নিরুপম, ধ্যান ভঙ্গ দিনে যেন রতি ও মদন । না, না, নাথ ! আজি রণে যাইতে কখন দিবে না উত্তর তার থাকিতে জীবন। র্যাবে যদি ওই বস1, হান উস্তুরার বক্ষে । পড়িবে উত্তরা তব চুম্বিয়া চরণ, লঙ্ঘি মুক্ত দেহ তার করিও গমন । প্রাণাধিকে একি কথা ? বীরের দুহিতা, বীরের বনিতা তুমি, এই কাতরতা সঙ্গে কি তোমার, পুত্রবধূ অর্জুনের ? নড়যন্ত্র করি শক্ৰ সংশপ্তক সনে করিয়াছে পিতৃদেবে যুদ্ধে নিয়োজিত ঘোরতর একদিকে ; অস্ত্রগুরু দ্রোণ অন্ত দিকে চক্রব্যুহ করিয়া নিৰ্ম্মাণ করিছেন মহাবৃণ শুন হাহাকার করিছে পাগুৰ সৈন্ত । সঙ্কট ভীষণ দেখিয়া পাগুৰু-পতি করিলা বরণ এই দাসে ; আজি আমি না করিলে বৃণ, ধৰ্ম্মরাজে বন্দী আজি করিবেন দ্ৰোণ । এখনও পাগুৰ পক্ষে আছে অগণন বুর্থী মহারথী। আছে,- দ্রোণের বিক্রম