পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুলো । আভি | মুলে ; লভি । কুরুক্ষেত্র। ృషిఆ$ চাপিয়া কণ্ঠের বাষ্প, অশ্র নয়নের, কহে অভিমনু্য—“আমি যাব না কোথায় । তোরে ছেড়ে কোথাও কি পারি মা ! যাইতে ? তোরে ছেড়ে যাই যদি, স্বর্গেও আমার হইবে না মুখ, স্বৰ্গ কোথা আছে আর ? তোর মুখ, তোর বুক, স্বর্গ যে আমার ” তবে কেন ঝুণ-বেশ ? 够 琴 চাহি একবার .দেখাইতে দ্রোণাচার্য্যে স্তন্তে মূলিমার কত শক্তি , কত শক্তি ক্ষীরে সরে তার ! না না, আজি রণে আমি প্রাণান্তে কখন দিব ন যাইতে তোরে । যবি যদি আগে— বসাইয়া আসি তোর স্বলিমার বুকে যা রে চলি ! যাবি যদি মরিবে নিশ্চয় এ অভাগী, মাতৃহত্য ঘটবে রে তোর। ছি ! মা ! হেন অমঙ্গল কথা কদাচিত আনিস্ না মুখে । তুই গেলে মা ছাড়িয়া, কে দিবে রে সর ননী অভিরে মা ! তোর r কে দিবে তাহারে অন্ন ? কে পূষিবে তারে এত স্নেহ ? কে কঁদিবে যুদ্ধযাত্রাকালে পবিক্রিয়া কুণ-বেশ নয়নের জলে, ” শত্ৰু-শরজাল যেন না পারে ছুইতে ? গলায় বরণ মালা, ললাটে তিলক,— দেখ যানয়ন ভরি! কি গৌরব তোর, শগুৰ সৈন্তের আজি সেনাপতি আমি ! কি গৌরবে আজি মম অসি সমুজ্জল ।