পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । Sషిఆt কোরবের, পাগুবের ওই হাহাকার । ছেড়ে দে মা ! ছেড়ে দে মা ! ঘোর হাহাকার উঠিল পাগুৰ সৈন্তে,-“কুমার । কুমার । হায় ! হায় ! আজি দ্ৰোণ করিবে সংহার। সমস্ত পুণ্ডব সৈন্ত ।” নক্ষত্রের বেগে ছাড়াইয়া ধাত্রী-কর ছুটিল কুমার, বাজিল সমর-বাদ্য বিজয় ঝঙ্কার । 'স্বলোচনা ভূমিতুলে হইল পতিত বন্ধনবিহীন স্বর্ণ-প্রতিমা, মৃচ্ছিত। পঞ্চদশ সর্গ। حسممنه * ممr-بسمه বীরের শোক । جمعيم بني مسييعه ভারতের-- জগতের-এবে অবসান মহাদিব। —কি শোকের কি মুখের দিন । মানব পবিত্রকারী এই মহা শোক ; এই শোক মানবের মুখের সোপান। অবসান ? না না, এই দিবসের নাহি অবসান। ব্যাপি চারি যুগ, মহাকাল নিবিড় তিমিরাচ্ছন্ন, এই দিবালোক জলিতেছে, জলিবেক --ঘোর অন্ধকার