পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

չՀԳ8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । স্থির নির্মীলিত মৃগ-শাবক নয়ন, সমুন্নত কলেবর শালবৃক্ষ সম, মৃত্যুরো ছায়ায় দেখ শোভিছে কেমন । সুদৰ্শন সংরক্ষিত অমৃত ভাওর হরিল কি মৃত্যু আজি ? হা পুত্র আমার। তোমার অভাবে আজি ধরা মৃত্যু-পুরা, মৃত্যু-পুরী স্বৰ্গ আঁজি প্রভাবে তোমার ! জগতের অদ্বিতীয় বীরত্বের রবি হইল পূৰ্ব্বাস্তুে অস্ত ? কবিতা জ্যোৎস্না অদ্বিতীয় নিবিল কি শুক্ল দ্বিতীয়ায় ?, মরলোকে নিরুপম সঙ্গীতের বীণা নীরবিল আলাপের প্রথম উচ্ছ্বাসে ? প্রকৃতির অতুলিত তুলা বিনোদিনী পড়িল কি খসি চিত্র প্রথম আভাসে ? হয় । মাত বম্বন্ধরে ! প্রকৃতি জননি ; ক্ষত্ৰিয়ের কুল-লক্ষ্মি ! এ দারুণ শোক । তোমরা পার্থের মত সহিবে কেমনে ? উঠ বংস উঠ ! না, না, নাহি মৃত্যু স্তোর। দেবীপুত্র তুই বাছা, ভাগিনা দেবের, দেবশিশু তুই, ওরে করিতে প্রসার জগতে দেবত্ব তোর জন্ম ধরতিলে । দেবতার নাহি মৃত্যু। উঠ বংস উঠ ! অচেতনা দেবীমাতা বসিয়া শিয়রে ; অভাগিনী মুলোচনা বক্ষে অচেতল ; অচেতনা পদতলে আনন্দ প্রতিম! আমার উত্তর বধু নিজে নারায়ণ