পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । ১২৭৭ "কি দেখা যায় ওই স্থির, বিভীষণ — চতুরঙ্গে বিনিৰ্ম্মিত, অস্ত্রে ঝলসিত, কণ্টকিত যেন ঘন অটবী-সজ্জিত, ভাস্কর-প্রদীপ্ত দূৰ্ব-অদ্রি-শ্রেণী মত । ওকি চক্রবৃহি ? মনে মানিয়া বিস্ময় কঠিনু,-“কুমার ! হয় । লঙ্ঘিবে কেমনে —এগনে বলক তুমি, এ বুহি ভীষণ । হাসিয়া শেরি-শিশু"কলি নিৰ্ভয়ে— খেলিয়াছি এতদিন, করি নই বুণ। অ{fঞ্জ সবিস্ময় স্থত ! দেখিবে জগত “অৰ্জুনের ল অমি, শিষ্য গোবিনের ” কালের প্রস্তর বক্ষে অঞ্জি অসিধারে লিখিব কৌরব বুক্তে অমর-অক্ষরে,-- অৰ্জুনের পুত্র আমি শিষ্য গোবিন্দের । আইলা রথের রশ্মি করে আপনার, ইরহ্মদ বেগে রথ ছুটিল তখন । দেখিলাম বজ্রাঘাতে মহা শৈলমালা হয় যথা বিচূর্ণিত, হুইল চুর্ণিত কুমারের মস্ত্রে চক্রবৃহের প্রাচীর । বিদারিয়া হুহুঙ্কারে শৈল অবরোধ ছুটি যথা মহানদ প্রবেশে সাগরে, ফেনিল তরঙ্গে সিন্ধু করি প্রকম্পিত, মুহূর্বে বিদারি চক্রবৃাহ পরাক্রমে, উড়াইয়া মহা বেগে, তৃণ-মুষ্টি মত, মত্ত করি সিন্ধুর’জ দ্বার-রক্ষাকারী, পশিল কুমার কুরু-সৈন্তের সাগরে