পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>as、 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আজি বুঝি সেই মতে চক্রব্যুহ একরথে ভেদিয়া, করিয়া এই ভীষণ প্রলয়, —আমি যে অৰ্জ্জুন যাহা আমার বিস্ময় – হাসি শিশু খল খল, উল্লাসে কহিল বুঝি,— দেখ বাবা, মামা তুমি দেখ না আসিয়া, বার বার সপ্তরগী যায় পলাইয়া । ছিনু সংশপ্তক রণেন শুনি দুই জনে, সেই অভিমানে বুঝি শর-শষ্য করি বুহিয়াছে ধরাতলে এইরূগে পড়ি । উঠ বাবা ! উঠ চল । মনে বড় কুতূহুল জনক মাতুল তোর সেট মঙ্গরণ দেখিবে, করিবে আর সর্থক জীৱন । উঠ ভদ্রা, উঠ দেবী, বীরজননীর মত সাজাইয়া বীরপুত্রে বীর আঙরণে চল যাই, এই রণ দেখি তিন জনে । পতি-রথ-রশ্মি ধরি দেখেছিলে একবার যে বীরত্ব, রথ-রশ্মি ধরি আরবার পুত্রের বীরত্ব দেখ কত কল্প শ্রেষ্ঠতর, কোথায় সরসী, আবু পয়েধি ফেনিল । কোথায় ঝটিকা, আর মঙ্গয় অনিল !" *ন না, ধনঞ্জয় !”— কৃষ্ণ কহিলা করুণ কণ্ঠে – “কুরুক্ষেত্ৰ কৰ্ম্মক্ষেত্র, রঙ্গভূমি নয় বড় ভাগ্য আমাদের, বড় ভাগ্য মানবের, এই মহা শর-শয্যা নহে অভিনয় । গুই শর-শয্যা পার্থ। এই শল্প-শষ্য। আর षॆङग् मश्मिभिः । ङिखि हउ सूत्र