পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। ఫిసె^ মুপবিত্র হরিনাম, উভয়ে করিছে গান, বিগলিত প্রেম-অশ্র নয়নে বয় । স্থির গাত্র উর্দ্ধনেত্ৰে, চিত্রাপিত কুরুক্ষেত্র এ সঙ্গীত ভক্তিভরে করিল শ্রবণ। চাহি অৰ্জুনের পানে শস্ত স্থির ছনয়নে কহিলেন দ্বৈপায়ুন উচ্ছ্বসিত মন,— “ধনঞ্জয় ! শোক তুব. কর পরিহার। বিশ্বক্ষেত্র কুরুক্ষেত্র বিশ্ব-নিঃস্তার। এ বিশ্বের স্তরে স্তরে হয়েছে লিখিত অভ্রান্ত ভাষায়,--নাহি হইতে স্বজিত ক্ষুদ্রতম জীব-বীজ, গিয়াছে বহিয়া কি অনস্ত কাল বিশ্ব ভাঙ্গিয় গড়িয়া । ছিল কত শত জীব, আজি নাহি আর ; কত শত নব জীব হইবে আবার কে বলবে । কিবা মহা কালের হুঙ্কার ! উঠিছে-পশ্চাতে, আর সম্মুখে তোমার ! কালের তরঙ্গে যুদ নেয় ভাসাইয়৷ মানব-জীবন-বীজ, দেয় মুছাই। পৃথিবীর বক্ষ হ’তে মানবের নাম, সৰ্ব্ব জীবনের বীজ করে তিরোধান, उषानि 4 भशf३श्व याझेहद छूक्लिष्ट्रा অনন্ত কালের গর্ভে ভাঙ্গিত্ব। গড়িয়া । ভাজিতেছে পুরাতন গাড়ছে নূতন, জগতের নীতি এই মহা বিবৰ্ত্তন। এই বিবৰ্ত্তন গর্ভে আমি ক্ষুদ্র নর, কেমনে রহিব স্থির, হইৰ অমর ? :