পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> : సెb" নবীনচন্দ্রের গ্রন্থাবলী পুত্র যাবে, পৌত্র হবে, প্রপৌত্র আবার, এই বিবৰ্ত্তনে,- শোক কর পরিহার । স্বজন, পালন, লয়, করিছে সাধন মুহূৰ্বে অনন্ত এই নীতি-বিবৰ্ত্তন । কি সে নীতি, কে নিয়ন্তী, কিছুই না জানি ; আছেন উভয়, জানি ক্ষুদ্র নর আমি । চেয়ে দেখ বীণা যন্ত্র কুত্ব ভিন্ন তার । আকৃতি, প্রকৃতি, স্বর, স্বতন্ত্র সবার । কিন্তু সৰ্ব্ব তার হয় এক স্বরে লয়, সেই মূল স্বরে তার বাধা সমুদয় । " মহা যন্ত্র বিশ্ব-রাজ্য কর দরশন ! চন্দ্র, স্বৰ্য্য, গ্রহ, তারা, দেখ অগণন । আঞ্চতি, প্রকৃতি, গতি, স্বতন্ত্র সকল, নিত্য বিবৰ্ত্তিত বিশ্ব তবু মুশৃঙ্খল এক মহা নীতি বলে ; কি নীতি না জানি, কে নিয়ন্ত নাহি জানি, এই মাত্র জানি সেই নীতি এই বিশ্ব করিছে ধারণ বিশ্বের সে মূল নীতি, ধৰ্ম্ম সনাতন । আর জানি সে নিয়ন্ত এই বিশ্ব-স্বামী তিনি মাতা, তিনি পিতা, তিনি অন্তৰ্য্যামী র্তাহাবু নীতিতে বিশ্ব হতেছে চালিত কল্প কল্পন্তির, হ’য়ে ঘোর বিবৰ্হিত, অনন্ত উন্নতি পথে । এই ংিৰ্ত্তনে ঝরে যথা শোক-মশ্র মানব-নয়নে, ফুটে তথা মুখ-হালি মানব-বদনে । কেন অশ্রু, কেন হাসি, কিছুই ন জানি ;