পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》娜<8 রুক্মিণী । নবীনচঞ্জের গ্রন্থাবলী । , কেহ করে নাহি মানে, কেহ করে নাহি জানে, দেবতা, ব্রাহ্মণ, গুরু, কিছু নাহি জ্ঞান, নাহি লজ্জা ভয়, পাপে বদন অন্নান । পরস্পরে কি বিদ্বেষ । ব্যভিচার কি অশেষ । পিতাপুত্র পতিপত্নী পবিত্র বন্ধন প্রবঞ্চনা ব্যভিচার করেছে ছেদন । সত্য, বুঝি মূৰ্ত্তিমতী সেই ভীম রূপবতী, ভ্ৰমিছে অশাস্তি কক্ষে কক্ষে দ্বারকায়, আচ্ছন্ন করিয়া পুরী বিশাল ছায়ায় । কি ভীষণ চিত্র দিদি ! অ্যাকিলি নয়নে ! এও তার লীলা, মম হইতেছে মনে । কিন্তু তোর, এ কি ভ্রান্তি । ভারতের সে অশান্তি লুকাইল স্বপ্ন মত লীলায় যাহার, তিনি যাদবের পতি তিনি কর্ণধার। দেখিবি যাদবগণ করি মুথে অতিক্রম এ অশাস্তি পারাবার, শক্তির বেলায়, প্রভাস উৎসব অস্তে, যাইবে হেলায় ! ওই শুন কি তরঙ্গ, শুন কি তরঙ্গ-ভঙ্গ হইতেছে আনন্দের শিবিরে শিবিরে, সমুদ্র-তরঙ্গ-ভঙ্গ অমুকারি তীরে ! কোথাও অশান্তি ছায়া, কালের সে কালী কায়া, দেখিস কি ? শুনস কি শ্রবণে এখন কোথাও সে অশান্তর অঙ্কু টনিম্বন ? তাহার লীলার তীর কে পাইবে ? অশাস্তির দুই ভিন্ন লীলায় কি হবে পরাভব – কুরুক্ষেত্র ধ্বংস লীলা, প্রভাসে উৎসব ?