পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిలు নবীনচন্দ্রের গ্রন্থাবলী । রক্তোৎপলে নীলোৎপল করিয়া স্থাপিত, কহিলা রুক্মিণী-“নাথ ! হইয়াছে ভীত সত্যভামা ! দয়াময় ! দূর কর তাঁর ভয়, অমঙ্গল অশান্তির ছায়া কি ভীষণ করেছে আচ্ছন্ন তার হৃদয়-গগন । উৎসবের এ উচ্ছ্বাসে, তাহার হৃদয়াকাশে, একটিও আনন্দের নক্ষত্র উজ্জল ফুটে নাই, মেঘাচ্ছন্ন হৃদয় কেবল ।” স্মিতমুখ ইন্দবির, কৌতুক কুঞ্চিতাধর, “মহিষি —কহিলা কৃষ্ণ—"বিচিত্র কি অল্প নিত্য এই ভাব সত্যভামার তোমার । বিধাতার এ মঙ্গল শস্তিপূর্ণ ধপাতল শোভাময়, মুখময়, এই পূণ্যময়, উৎসবের আনন্দের অনস্তু আলয় । সুখশান্তি মুমঙ্গল, সত্যভাম, তুমি বল, দেখেছে কি এ জীবনে কোথও কখন ? পেচক আলোক নাহি দেখে কদাচন । খুজি এই ভূমণ্ডল কোথা পাবে অমঙ্গল, কোথায় অশাস্তি পাবে সত্যভামা চায় ; ষে চায় ষেরূপ, রণি ! সেইরূপ পায় । চন্দ্রে সে কলঙ্ক খোজে, কুন্থমে কণ্টক, জোৎস্নায় মেঘছায়া, ত্ৰিদিলে নরক । নাহি সাধ্য বিধাতা নির্দোষ হবেন পার এ জগতে একমাত্র পূর্ণ-নিৰ্ব্বিকারসত্যভামা,-- সত্যভামা,-সত্যভামা আর * রুক্মিণী। এ কৌতুক তাঙ্ক নাথ ! করে না প্রণে আঘাত,