পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৪s আপনার জন্মদাতা মহীপতিগণ,— অধৰ্ম্মের সে করলে মহামেঘমালা হইয়াছে নিঃশোষিত আত্ম-বিনাশিনী। ভীষণ ঝটিকা অস্তে প্রকৃতির মত হাসিছের মেঘমুক্ত ভারতজননী কি মধুর শান্তি-হাসি। ভারত জননী অশান্তির দাব-দুগ্ধ, হইয়া শু্যামলা আজি বিমণ্ডিত কিবা শুন্তি-জোংস্নায় নিরমল মুশীতল নীলাম্বু সাগরে ভাসমান নিত্য মাতা নীলাব্জ রূপিণী, . আজি ভাগিছেন কিবা শাস্তির সাগরে নিরমল মুশীতল নীলামৃতময় ! প্রতিষ্ঠিত ধৰ্ম্মরাজ্য। ব্যাপিয়া ভারত এক মহারাজ্য ছত্র। ছায়ায় তাহার খণ্ড উপরাজ্য গ্রাম লভিছে বিশ্রাম শাস্তির কোমল অঙ্কে ; হতেছে চালিত শান্তির মুখদ পথে উপগ্রহ মত । নাহি হিংস, নাহি দ্বেষ। সৌরশক্তি মত্ত কবিয়াছে নব ধৰ্ম্ম প্রেমে শৃঙ্খলিত ; করিয়াছে কি উন্নতি-পথে পঞ্চালিত ! বাণিজ্যের রুদ্ধ স্রোত ছুটেছে আবার প্লাবি ধনধান্তে ধরা ; রুদ্ধ জ্ঞান-স্রোত দর্শন বিজ্ঞান পক্ষে ছুটেছে আবার লঙ্ঘি গ্রহ উপগ্রহ, রাজ্যে অনন্তের, তত্ত্ব রত্বে পূর্ণ করি জ্ঞানের ভাণ্ডার, এক সিন্ধু গর্ভে ; এক স্বর্ণ সরসিজে, 3.