পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । । లి a তোমাদের পুণ্যে শৈল পুণ্যবতী, দিদি কি অভাগ্য তার ? : “তুই শৈল !-তুই আমাদের শৈল । সেই ক্ষুদ্র স্নেহলত ” আ টিয়া হৃদয়ে উন্মাদিনী কারু, উচ্ছ্বাসে সরে না কথা – “তুই শৈল ! সেই স্নেহের পুতুল, ” —কারে কারু শিশুপ্রায়— “চাপু মুখখানি রাখ, দিদি রাখ । হৃদয় ষে ফেটে যায় ! “তুই সেই শৈল, স্নেহ-মন্দাকিনী, আমার প্রাণের আধা । দুই ক্ষুদ্র বীণা শৈল জরৎকারু, এক স্বরে প্রাণে ধাধা । নাগরাজ-প্রেম সেই এক স্বর, আমাদের একপ্রাণ ; পিতৃমাতৃহীন আমরা দুজন— সে প্রেমে হয়নি জ্ঞান । নাগরাজ মাত, নাগরাজ পিতা, নাগরাজ ভগ্নী, ভ্রান্ত, করুণ কিশোর প্রেমময় ভ্রাতা" আমাদের প্রাণদাত । ৰচি সেই প্রেমে, নাচি সেই প্রেমে, খেলি সেই এক খেল, - সেই প্রেম বক্ষে ছুদিকে দুজন ঘুমায়েছি ই বেল। .