পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । లి? পালিয়াছি খনি সম । জানে শিশু আমি জননী তাহার ; নিরখি তাহার মুখ, এ দগ্ধ হৃদয়ে পাই কি সাস্তুন ! কি আনন্দে ভরে বুক ! যেই দিন দিলি ! নখ মাত্র মম ছুইবেন ঋষিবর, জানেন আপনি, হুইবে চুর্ণিত সে দিন অস্থি পঞ্জর । শৈশবে কৈশোরে সিন্ধু নদ তীরে বসিয়া দুজনে সুখে, দেখিতাম রবি সহস্ৰ হইয়া ভাসিতে সিন্ধুর বুকে। সেইরূপ দিদি ৷ সহস্র হইয়া । ভাসে কৃষ্ণ এ হৃদয়ে,

ভাসে এই দেহে, ভালে অঙ্গে অঙ্গে, কৃষ্ণ শিয়াম্রোতে বহে। হৃদয়েতে কৃষ্ণ, কৃষ্ণ নয়নেতে, অধরেতে কৃষ্ণনাম, শ্ৰবণেতে কৃষ্ণ, কৃষ্ণ পর্শনে, নাসিকায় কৃষ্ণপ্ৰাণ । এই দেখ দি ”—নিস্কোৰিয়া আসি । কবিয়া ক্ষে প্রহার— । "ঞ্চ বিনা লি। এদেহে, ঘনে,