পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৭২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। . বহিছে বন-নিঝর, মৰ্ম্মরিছে তরুগণ কৃষ্ণনাম অঙ্গে যেন লিখি । বনপুত্র পুত্ৰীগণ সাজিয়া গৈরিক বাসে, কৃষ্ণ অঙ্গে লিখি কৃষ্ণনাম, নাচিতেছে বাহু তুলি বেড়ি মম শৈলজার, অশ্রুঞ্জলে ভাসি অবিরাম । ত্যজিয়া পতির শস্য, ত্যজিয়া কোলের শিশু, ছুটি পত্নী, ভগিনী, জননী, পড়িয়া শৈলের পায়, কহে—“দে মা ! কৃষ্ণনাম । একবার দেখা নীলমণি ৷” সাজি বনশিশুগণ শিশু কৃষ্ণ, গোপ শিশু, শিরে চূড়া, অঙ্গে পীত ধরা, বাম করে ক্ষুদ্র বেণু, পাচনি দক্ষিণ করে, ফুল-অঙ্গ বনফুলে ভরা ; সাজি গোপী বনবালা- চারু বনফুল মালা— ৰনফুল অঙ্গে চারুশীল, # জলে, স্থলে, গিরি-শৃঙ্গে, গৃহে গৃহে, বনে বনে, কি মধুর করে ব্রজলীলা । কে বলে অনাৰ্য্য দুঃখী, অনার্য্যের নাহি বা জ্য ? হিংস্র পশু অনার্য্য বৰ্ব্বর ? আজি কি আনন্দ-ভূমি হইয়াছে বনভূমি । জনার্য্যের কি রাজ্য স্থণার । অনাৰ্য্যের প্রেম রাজ্য, আমার শৈলজা রাণী, রাজকর প্রেম-অশ্রু জল ; প্রেম-অশ্ৰষ্টলে রাণী শালিতেছে বনভূমি, मांहिं श्नि, नाहि श्रधक्रण ।