পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । ১৫৭৫ বাসুকি । নরাধম । নরপশু । অরক্ষিতা অবলায় কেমনে পাঠালি দ্বারকায় । পূৰ্বাইতে পাপতৃষা ? অনার্য্যের নারী দেবী ; পণ্য নাহি জানে অবলায়। - কারু ! কারু ! এই পাপে কেমনে হইলি রঙ নাগ-রক্ত করি কলুষিত— কঁাপিতেছে থর থর মহাক্রোধে নাগরাজ সাপটিয়া আসি কোষস্থিত। দেখিল ভগ্নীর মূখ কি যে নিরাশার ছবি ! কি ষে স্থতি উঠিল ভাসিয়া ! নাগপুরে ব্যপীতীরে একদিন নিরাশায় ছিল কারু এরূপে বসিয়া । সে স্মৃতি বিজলী বেগে আলোকিল দূৰ্বাতীত নাগরীজ বুঝিল তথন কেন সেই যদুপুরে গোপনে যাইতে কারু, এই পাপে হ’ল নিমগন । থীর্ঘ নিশ্বাস ছাড়ি, জলবদ্ধ সিংহ মত গড়াইল কক্ষে অধোমুখে ; নিৰিল এ ক্রোধানল ; নির্বাপিত প্রতিহিংসা। জলিয়া উঠিল পুনঃ বুকে । হুৰ্ব্বাস। নাগরাজ ভ্রান্ত ভূমি। জানি বিন্ধাচল সম অনাৰ্য্যার চরিত্র অটল । কার সাধ্য অনাৰ্য্যার কলুষিবে সে চরিত্র, কলুষিবে জাহ্নবীর জল । দেখি অগ্নি-শিখা জান পতঙ্গ উড়িয়া পড়ি ईष्ट्र আত্মঘাতী अन्न |