পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস | צילסאמ তখন এ ধৰ্ম্মরাজ্যে অনার্য্য ও ব্রাহ্মণের চিহ্ন মাত্র রহিরে না আর । অকস্মাৎ কি গর্জন ভূমিকম্প কি ভীষণ — নাগরাঞ্জ পড়িলা শিলায় । মস্তক হইল ক্ষত, ছুটিল শোণিতধারা, চাপি করে, থর থর কায় কঁাপিতেছে ভ্রাত ভগ্নী, ভয়ে কণ্ঠীগত প্রাণ ; প্রসারিয়া ক্ষুদ্র নয়ন কুহিলা দুৰ্ব্বাসা—“নাগ । এ কক্ষে করিলে যেই মহাসন্ধি, করিতে লঙ্ঘন এখন উষ্ঠত তুমি ! ক্রুদ্ধ তাহে ভূতনাথ,— সেই ক্রোধে এই প্রকম্পন । দেপিৰে প্রমাণ অরো ? আইস"-ইঙ্গিতে ঋষি ডাকিলে, ভয়েতে জ্ঞানস্কত চলিল ভগিনী ভ্রাতা ঋষির পশ্চাতে, দুই ক্রীড়নক সূত্রে আকৰ্ষিত । পৰ্ব্বতশেখরে উঠি দেখি*া শিল হ্রদ ; হ্রদে ওকি দৃপ্ত বিভীষণ । গৰ্জিছে পৰ্ব্বত গর্ভে কি ভীষণ অগ্নিসিন্ধু ধূমরাশি করি উদগিরণ । । t অগ্নি সিন্ধু কি ভীষণ ! কি গর্জন । কি ঘূর্ণন । অগ্নিশিখা শত সংখ্যাতীত,— ভীম অগ্নি-ভুজঙ্গিনী-ছুটিতেছে, গৰ্জিতেছে, অগ্নি-সিন্ধু করিয়া মথিত। শতধা বিদীণ করি যেন এই শৈল-গিরি রুদ্ধ ক্রুদ্ধ অগ্নি-পারাবার