পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । Seiyo. পড়িল ভূতলে ভক্তিতে অধীর সাষ্টাঙ্গে প্রণত প্রণমি চরণ । त्रमख् उद्भत्र छूख थभंभिग्न হইল পয়োধি প্রণত স্থির ; এই মহাক্ষেত্রে দাড়াইয় এক আপাদ ভাস্কর বক্ষে জলধিব । অনিমি নীল নীলক্স নয়ন, আকর্ণ বিশ্রাস্ত, প্রেমে ছল ছল, চাহি বসন্তের নীলংকাশ পানে । নীলমণি মূৰ্ত্তি স্থির অবিচল । তুলি লক্ষ শির প্রভাসের তীর, লক্ষ শির তুলি প্রভাস-সাগর, সেই দেব-মূৰ্ত্তি চাহি অনিমিষ, চাহি অনিমিষ বিশ্ব চরাচর । দেখে অনিমিষ ব্রজবাসিগণ— ব্রজের গোপাল যশোদা-জুলাল, শিরে শিখি চূড়া, অঙ্গে পীত ধড়া, করেতে পাচনি, কণ্ঠে বনমালা ! ব্রজের কিশোরী দেখে অনিমিষ । ব্রজের কিশোর ত্ৰিভঙ্গ শুাম,— কি মধুর হাসি, কি মধুর বাণী, করিছে কি প্রেমে উদাস প্রাণ । দেখে ক্ষত্রিয়ের নেত্রে অনিমিষ অৰ্জুন-সারথি পাঞ্চজগুঞ্জর, ३थ-5ज बउ शशं द्र१-फ्रक করিছে চালন কি ৰিহ্মক্ষর!