পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డి నీవ8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । পবিত্র প্রভাসে হইল উদিত, মুশীতল পূর্ণচন্দ্র পূর্ণিমার। কি চন্দ্র শীতল ! কি শান্তি জ্যোৎস্না | কি ঘোর ঝটিকা অমাবস্ত পরে ! যেও না উদ্ধৰ ছাড়িয়া আমায় এ মহা উচ্ছ্বাসে, নিষ্ঠুর অন্তরে ” দেগিল উদ্ধব, দেখিল প্রভাস, প্রভাস সিন্ধর গর্ভে ভাসমান কিবা পূর্ণচন্দ্র, মহাকাল গর্ভে নব মহাধৰ্ম্ম যেন মূৰ্ত্তিমান । দেখিল উদ্ধব, দেখিল প্রভাস, “ আসিন্ধু আচল শান্তি জ্যোৎস্নার ভাসিছে ভারত ; ধৰ্ম্ম-শশধর বর্ষিতেছে সুধা অনন্ত ধারায় ! দেখিল উদ্ধব, দেখিল প্রভাস প্রভাস সাগর কত ক্ষুদ্রতর। অভিন্ন আর্য ও অনার্ঘ্য হৃদয়, অনন্ত প্রেমের কি মহাসাগর । কহিল উদ্ধব ষোড়করে পুনঃ– “কৃপাসিন্ধু! দাসে হইয়া নিদয়, রাজনীতি মরুভূমিতে তাহার একটি জীবন করিতেছ ক্ষয় ! দেখাইঃ তারে মূতি কঠোর, করেছ কঠোর হৃদয় তাহার মহামরুভূমি ! আজি সে মরুতে একটি নৰrর হয়েছে সঞ্চার।