পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । >8 > >。 ছদ্মবেশে কিবা শোভা অঙ্গে মনোলোভা ? কি তরঙ্গ-বঙ্গ কালজয়ী । এই দীর্ঘ কাল দেখি ক্রমে পূর্ণতর, । আজি পূর্ণতম প্রেমময়ী ! আজি সেই পূর্ণতায় অভূক্ত স্বধার প্রাণ মম হয়েছে বিকল । এস প্রিয়ে ! এস প্রিয়ে ”-বাড়াইল কর স্বরামন্ত সাতকি বিহ্বল । বিজলীর মত কারু পড়িল সরিয়া, দাড়াইল নিস্কোষিয়া আসি । জানু পাতি ভূমিতলে বসিয়া সাত্যকি কহে—“ক্ষম প্রেয়সি ! প্রেয়সি ” কহে কারু—“এত দিনে বুঝিলে না তুমি, নারীত্ব-সতীত্ব—অনার্য্যার এমন স্থলভ নহে, বন-ভুজঙ্গনী না দেয় মস্তক মণি তার থাকিতে জীবন দেহে । হও অগ্রসর, এই অসি হৃদয়ে তোমার পশিবে আমূল, অসি পশিবে আমূল এ গৰ্ব্বিত হৃদয়ে জামার ! श्द्रि श्ख ! ज्म उहरु ! ७३ ७थएश्गिक যথাকালে খুলিব এখন, ডাকিয়াছি সেই হেতু ; শুধু তব তরে এত দিন রেখেছি গোপন । শুন তবে । এক দিন নৈশ অভিসারে কৃতবৰ্ম্ম দেখিল আমায়, -