পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । >'8 Sat দেবপদ কোকনদ, ভক্তির ত্রিদিবে, বসিল শৈলজা ; যেন সন্ধ্য নিরমল বসিল স্বনীল শাস্ত নীলাম্বর পদে । “প্রাণনাথ ! হৃদয়ের এ পূর্ণ উচ্ছ্বাস,—” কাতরে কহিল শৈল—“এই শৈলজার প্রেম বরিষার পূর্ণ প্রবাহ উদ্বেল, লও শাস্তি-সিন্ধু পদে, পুরাও বাসন । মধ্য-উৎসবেতে বজ নিনাদের মত শুনিল স্তম্ভিত যাত্রী,–‘সমাপ্ত উৎসব । কৃষ্ণের আদেশ,—যাত্রী যাবে রজনীতে পঞ্চক্রোশ, আজ্ঞা নাহি করিবে লঙ্ঘন । থামিল উৎসব সিন্ধু কল্লোল নিমিষে । লীলা-গীত অৰ্দ্ধ তানে, বাদ্য অৰ্দ্ধ তালে, থামিল, মৃদঙ্গে কর রহিল লাগিয়া । নৃত্যশীল উদ্ধ বাহু ভক্তবৃন্দ তব বজাহত দাড়াইল প্রতিমূৰ্ত্তি মত । মুহূৰ্ত্ত, উৎসব ক্ষেত্র, নিষ্কম্প নীরব, দেখিলাম চন্দ্রালোকে মহাচিত্র মত ! ব্যাপিয়া প্রভাস তীর উঠিল ভাসিয়া, সেই নীরবতা বক্ষে, সমুদ্র গর্জন মুহূৰ্ত্ত ; মুহূৰ্ত্ত পরে যাত্ৰী হাহাকা র । উঠিল ভাসিয়া প্লাবি জলধি-কল্লোল । সৈকত ধূলায় পড়ি গড়াগড়ি দিয়া কহিল কাদিয়া--"হরি । ছটি দিন আৰু ছিল সাধ নিরৰিয়া পতিতপাৱন জুড়াইৰ প্ৰাণ, কেন হইলে নিদয় ?”