পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । >8૨૭ ভৗমারাবে ভস্ম, ধাতু, অগ্নি বরিষণ । স্বাদবের হাহাকার ভৌতিক নির্ঘোষে নিমজ্জিত ; ষাদবের ভীষণ সে রণ কাষ্ঠ পুতুলের ক্রীড়া-অভিনয় মত হইতেছে প্রকটিত অগ্নির আলোকে । আছিল উৎসবে, নাহি অস্ত্র সকলের, তীরজাত এরকায়, মুষলে মুষলে, । প্ৰহায়িছে পরস্পরে, হইতেছে হত নাহি জ্ঞান গুপ্ত শরে, নহে এরকায় । স্থিরনেত্রে নারায়ণ রহিলা চাহিয়া সে ভীষণ মহাদৃশু ! ক্রমে ক্রমে হত হইল যাদবকুল, স্নেহের অণধার পুত্র, পৌত্র, ভ্রাতা, বন্ধু । বুর্থী মহারথী ভারতের অদ্বিতীয় হইল নিহত তস্করের গুপ্ত অস্ত্রে, অস্ত্রে আপনার,— রৈবতক শৃঙ্গমালা পড়িল ভাঙ্গিয়া একে একে যথা এই মহা ভূকম্পনে । নিবে যথা প্রলয়াগ্নি ভীম পরাক্রমে নিঃশেষিয়া আত্মতেজ, নিবিল তেমতি আত্মঘাতী ষষ্ঠুকুল । ধীরে ধীরে মহ। শ্মশান-অমল মত শিবির-অনল নিবিল ; নিবিল সেই বিপ্লব ভীষণ । নিবিল সে গিরিশৃঙ্গ, গৈরিক প্রবাহ, ভস্ম বৃষ্টি, ধাতু বৃষ্টি, মহা ভূকম্পন, মহাকম্প জলধির । মাও বন্ধন্ধরা নাচিয়া তাওব নৃত্যে, হাসিয়া ভীষণ