পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3 Se নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ‘আৰ্য্য —দেব P—নারায়ণ ডাকিলেন স্থিরকণ্ঠে, কি যেন সঙ্গীত আহা ! শুনিলাম কাণে ; সেই নিশা ভয়ঙ্করী, এই ভয়ঙ্কর দিব,— কি শক্তি-আলোক-সুধা প্রবেশিল প্রাণে । : ব মেলি নেত্র, কহিলেন-‘হায় ! হরি ! এই কি করিলে ভাই ! জগতে অতুল খণ্ডকুল, হরিকুল, করিলে নিৰ্ম্মল ? স্থির কণ্ঠে নারায়ণ, উত্তারলা—হারকুল হয়নি নির্ভুল, নাহি হইবে কখন, যুগে যুগে হবে তার নিয়তি নূতন । নব ক্ষেত্রে, নব ভাবে, যুগে যুগে আবিভূত হবে তুমি, হব আমি, হইবে এমন নব কুরুক্ষেত্র, নব প্রভাস ভীষণ । এরূপে দুস্কৃত ধ্বংস যুগে যুগে অঙ্কে অঙ্কে হবে বসুধার ; হবে স্বকৃত উদ্ধার, নব যমুনার কুলে, নব ধৰ্ম্ম-বৃক্ষ-মূলে, . নব বৃন্দাবনে, শুনি নব গীত আর ' কহিলা রোহিণী ভূত--"হরি ; এই লীল তৰ না পারি বুঝিতে ; প্রাণ আকুল আমার । পুত্ৰ-শোকে, পৌত্র-শোকে, ভ্রাতৃ-শোকে, বন্ধু-শোকে, বিদীর্ণ হৃদয় মম ; করিলে সংহার ধন্থকূল, এক জন নাহি বুঝি আর । কিবা দিবা,-কি উৎসব ! কিবা নিশি, কি বিপ্লব ! ধাদবের, বস্থধার, হায় কি ভীষণ স্বস্তুর-বিগ্রন্থ ! ঘোর আত্ম-বিনাশন ! কি আনন্দ্রে নিয়ান ! কি মুখে কি মহাশোক !