পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । , $895 কি মঙ্গলে অমঙ্গল, অমৃতে গরল ! হইল কি রঙ্গালয় কি শ্মশানে পরিণত ! জ্বলিল নিকুঞ্জবনে কিবা দাবানল । পুত্র গেল, পৌত্র গেল, ভ্রাতা গেল, বন্ধু গেল, গেল হরিকুল, হরি একি লীলা হয় । ফুল গেল, ফল গেল, পত্র গেল, শাখা গেল, ক্ষত দগ্ধ বৃক্ষ কেন রাখিলে আমায় ?” পুথিয়ছি”— উস্তুরিল স্থিত্বকণ্ঠে নারায়ণ– ‘বুখিয়াছি, তব, গীলা হয় নাই শেষ "ভারতে তোমার মাত্র লীলার উন্মেষ । এ বৈরাগ্য, এই বল, এ সারল্য, এ গরল, এ প্রেম-সাগর, এই বাড়ব আধার, বৃন্দবনে, মথুরায়, কুরুক্ষেত্রে, দ্বারকায়, করিয়াছে ক্ষুদ্র ক্রীড়া ; মহাক্রীড়া তার : নব ক্ষেত্রে, নব ভাবে, হক্টবে প্রচার । ভারত জগত নহে। নহে এই পারাবার এই জগতের সীমা । অন্ত পারে তার আছে মহারাজ্য চয় অনস্ত বিস্তায় । আছে বহু পারাবার, আছে বহু হিমাচল, আছে বহু নদনদী কানন কাস্কার ; আছে বহু নর জাতি, নানা বর্ণ, নানা বেশ, মুষ্টিমেয় এই নর তুলনায় তার । । মুষ্টিমে এ ভারত তুলনায় পৃথিবীর, মানবের তুলনায় এ ভারতবাসী । পৃথিবীর মহাদেহ, মহাদেহ মানবের, এরূপে রেখেছে ঢাকি ধূম্র ভস্ময়াশি ।