পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস। $800 যাও দেব ! সিন্ধুগর্ভে নৃত্যশীল তরীমালা অনন্ত কেতন করে ডাকিছে তোমায় ; করিতেছে আবাহন নৃত্যশীল পারাবার । পুরবে, পশ্চিমে, নর উদ্ধার আশায় কর দেব ! মহাযাত্ৰা ! উদ্ধার ধরায় ? নারায়ণ নয়নেতে বহিতেছে দুই ধারা, প্রেম-বিগলিত ধারা বক্ষে করুণার, আত্মহারা বলরাম পড়িলা গলায়, বক্ষে, আলিঙ্গিল নীলাম্বর আলোক দিবার । ‘দীনবন্ধে ! দয়াময় ! পতিতপাবন — হলধর উচ্চ রবে কহিলা কঁদিয়া*চলিলাম নারায়ণ ! বরষিয়া তব প্রেম মানব মরুতে, নাম গাইয়া গাইয়া মানবের মহাধনে, অধৰ্ম্মের অন্ধকারে, পতিত মানব জাতি কবি উদ্ধার, । কৃষ্ণনাম। হরিনাম করিব প্রচার। ওই—হরে কৃষ্ণ ! হরে - গাইতেছে পারাবার, ‘হরে । কৃষ্ণ ! হরে ! কৃষ্ণ ?-গায় তীরে ভীরে অনন্ত অজ্ঞাত দেশ অনস্ত অজ্ঞাত নর, অনন্তু অজ্ঞাত-কণ্ঠে ভাসি অশ্রনীরে । গাইতেছে ভবিষ্যত—“হরে। কৃষ্ণ ! হরে । কৃষ্ণ ! গাইতেছে মহাকাল—“হরে । কৃঞ্চ । হরে ? গাইতেছে মহাবিশ্ব, মহাগ্ৰহ উপগ্রহ, অনন্ত প্লাবিয়া প্ৰেমে-কৃষ্ণ কৃষ্ণ ! হরে ? “কৃষ্ণ ! কৃষ্ণ হয়ে! হবে –গৰ্জিয়া নাচির রাম চলিলেন প্রেমানন্দে ছাড়ি বনমালী, ' '