পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । 28.8% বামুকির সৰ্ব্ব অঙ্গ উঠিল শিহরি । কহিলা কাতরে-“হায় ! এ কি লীলা হরি } ভ্রাতা ভগ্নী দুইজন করিলাম সমর্পণ যৌবন প্রভাতে এই ছুইটি জীবন, নারায়ণ । কেন নাহি করিলে গ্রহণ ? এই বনফুলে স্থান কেন করিলে না দান ? —হায় ! অকরুণ হরি —মুত্র দূৰ্ব্বাদল পায় স্থান তব পূদে,—পতিতপাবন তুমি — পাইল না কেন কারু বাসুকি কেবল ? জগত পুজিছে পদ, জগত গাইছে নাম, কি স্বৰ্গ প্রগসে হয় । কালি দেখিলাম । কেবল বান্নকি কারু না পূজিল সেই পদ । ন গাইল মুমধুর সেই হরিনাম । ন পাইল স্থধাময় সেই স্বর্গে স্থান ! কারু বামুকিরে হায় ! না করিলে শক্ৰ তব, বনের পতঙ্গ নাহি করিলে দাহিত দাবানলে, ধৰ্ম্মরাজ্য হ’ত ন স্থাপিত ?” “নাগরাজ । শত্রুমিত্র”—কহিলেন নারায়ণ যোগস্থ ঈষদ হামি-"কে বল কাহার ? আমি জগতের, এই জগত আমার ! ওই দেখ পারাবার – কি মহাশক্তির ক্রীড়া ! কি শক্তিতে মহাসিন্ধু দেখ বিধুনিত । ওই দেখ কি তরঙ্গ। দেখ কি তরঙ্গ-ভঙ্গ ! কি তরঙ্গে তটভূমি আহত কম্পিত । করি সংঘর্ষণে ফেনপুঞ্জ উগিরিত ! জলরাশি মুহূৰ্ত্তেক না পারে থাকিতে স্থির