পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । S8&o ছুটিলেন ধনঞ্জয়, ছুটলেন দেবী উৰ্দ্ধশ্বাসে বহু দূর,-ভ্রান্তি পুনৰ্ব্বার ! না পারে চলিতে আর তুরঙ্গ যুগল, বহিতেছে অঙ্গে স্বেদধারা দর দর, বহিতেছে দর দর অঙ্গে আরোহীর । চলিতেছে ধীরে অশ্ব ফেলি ঘন শ্বাস, বঙ্কিম গ্রীবায়ু বল্লা করিয়া চৰ্ব্বিত মুহম্মুহু, মুহুমুহু করিয়া আহত বক্ষঃস্থল মুখে গৰ্ব্বে, করিয়া সতেজ মুহমুহু নাসারন্ধ বিস্তৃত কুঞ্চিত। নিবিড় তমিস্র নিশি ; নিবিড় কানন। অশ্বপৃষ্ঠে পার্থ ভদ্র উভয় নীরব, অন্যমন, বিষাদিত, চিন্তা-নিমজ্জিত। ধীরে চলিতেছে অশ্ব। কহিলা ফাস্তুনি— “কি নিবিড় অন্ধকার । কি ঘোর রজনী ? কি ভীষণ মহাবন আবৃত তিমিরে । কি যেন কি মহাশোক এই জগতের হইয়াছে সংঘটিত ! করেছে জগত । বিচূর্ণিত, পরিণত ঘোর অন্ধকারে ; করিয়াছে চন্দ্র স্বৰ্য্য তারা নিৰ্ব্বাপিত ! কি যেন কি মহাশোকে হৃদয়-জগত বিচূর্ণিত · পরিণত নিবিড় তিমিরে ; জীবনের চঞ্জ স্বর্য্য তার নির্বাপিত । अककांद्र ! अककाव्र ! निविड़ श्रउँौद्र অন্ধকর এ জগত । হৃদয় জগত অন্ধকার, অন্ধকার নিবিড় গভীর ।