পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । । 84& ওই ডাকিতেছে অভি বসিয়া বিমানে । আনন্দে বিদায় দেও ! জন্মজন্মস্তিরে শ্বশুর শাশুড়ী, যেন জনক জননী, পাই তোমাদের–বর দেও উত্তরায় ।” দুই করে, দুটি ফুলে, আলিঙ্গি চরণ দুজনের, লুটাইয় পড়িল চরণে । কাদি উচ্চে তুলি বক্ষে অৰ্পিলাম ধবে তব অঙ্কে, দেখিলাম কি হাসি অধরে ! দেখিলাম অনাথার সে প্রথম হাপি - কি আনন্দ ! কি মাধুরী চির-নিদ্রাগত ” কাদিয়াছি চিরদিন সেই দুই শোকে ! কাদিয়াছি প্রতিদিন । সে শোক-স্থতিতে গোবিন্দের মহাবাক্য, গীতার সান্থন, বীরত্বের সহিষ্ণুতা, দৃঢ়তা কঠোর, গিয়াছে ভাসিয়া। প্লাবি ধৈৰ্য্যের বন্ধন, উড়াইয়ু তৃণবং ধৈর্য্য ঐরাবত, বহিয়াছে শোকগঙ্গা পতিতপাবনী। কিন্তু এই শোক, ভদ্রা 1 নহে সেইরূপ ! প্রভাস-উৎসব কথা শুনি জনরুবে আসিতেছিলাম, পথে সংবাদ ভীষণ শুনি যেই দিন হায় ! দারুকের মুখে মিলিলাম আত্মহারা মথুরার পথে তব সনে,-সেই দিন —কত দিন আজি নাহি জ্ঞান ; মহাকাল এ মহাশোকের -প্রলয়ের-নাহি সাধ্য করে পরিমাণ । সে দিন হইতে এক धक्षन् िषभ।