পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । । বুঝিলেন দুই জনে দারুক, শৈল, কেশব, এইখানে দাড়াইয়া দেখিলেন এ বিপ্লব। সাষ্টাঙ্গে প্রণত ভূমে হইলেন দুই জন, পাইলেন শোকে শাস্তি পাতি বক্ষ অনুক্ষণ । মহামরুদগ্ধ বুকে কি যেন তুষার জল প্রবেশিল, দগ্ধ প্রাণ করি শাস্তু মুশীতল। ললাটে পরশি ভূমি প্ৰণমিয়া বহুবার, মাৰিয়া গলাট ক্ষে পূজা পদব্রজ আব্, চলিলেন দুই জন উৰ্দ্ধশ্বাসে বহুদূৰ্ব,— ও কে ! জননীর অঙ্কে যেন শিশু, তৃষ্ণাতুর ! একটি রমণী অঙ্কে কখন রাখিয়া মুখ করিতেছে ছট্‌ফটু, ভূতলে রাখিয়া বুক। কখন উঠিয়া চাহি শূন্ত পানে আত্মহারা ছুটিছে উন্মাদ মত, ছনয়নে অশ্রধারা । “শৈলজে। শৈলজে –পার্থ কহি কণ্ঠে উচ্ছ্বসিত ছুটলেন, লইলেন স্বদয়েতে উদবেলিত শৈলজায় ; কহিলেন মেত্রে অশ্র ছল ছল— “কোথায় আছেন কৃষ্ণ ? অাছেন কুশলে বল ?” দাড়াইয়া নাগরাজ ছিল চাহি শূন্ত পানে, স্বমধুর কৃষ্ণনাম ধেমতি পশিল কাণে, . কহিলা আকুল কঁদি,-"আহ! কি মধুর নাম । কে গুনাল জুড়াইল পাপীর তাপিত প্ৰাণ ? গাও নাম আরবার। গাও নাম শতবার। সহস্ৰ সহস্ৰ বার লও নাম, গাও আর । গাও নাম পারাবার। গাও নাম সমীরণ ! গাঁও নাম চন্দ্র স্বর্য গাও গ্রন্থ অগণন ।