পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8*● নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পরশিয়া ভাবাবেশে ; ভাবাবেশে চরাচর গাইতেছে হরিনাম-চরাচর কি মুন্দর । গাইতেছে হরিনাম পারাবার কি মধু ! গাইতেছে অন্তরীক্ষ, গাইতেছে শ্বরপুর। ভাবাবেশে দেবাঙ্গন নাচিয়া গাইয়া নাম, বধিড়েছে স্বাগত পুষ্পরাশি মুগ্ধপ্ৰাণ । তরঙ্গে তরঙ্গে প্রেম, তরঙ্গে তরঙ্গে নাম, প্লাবি বিশ্ব ছুটিয়াছে গ্রহে গ্রহে অবিৰাম । সে প্রেম-তরঙ্গে রঙ্গে, সে নাম তরঙ্গে আর, ভাসিয়া উঠিছে বুথ ;-বিশ্ব শাস্তি-পরিবার ; আমি পুছিলাম পড়ি, হায়! মহাপাপী আমি ! যাদবের সদ্য রক্তে কলুষিত মম পাণি ! না না নাথ ! জান তুমি, তুমি ত অন্তরধানী, আমি বনপপ্ত হীন, নহে আততায়ী আমি । প্রকৃতির সে বিপ্লবে, সে নিশীথে বিভীষণ, . যাদব-শিবিরে পশি করেছি সন্মুখ রণ। একটিও গুপ্ত শর, একটিও গুপ্তঘাত,— আমি কবি নাই গুপ্ত এক বিন্দু রক্তপাত। এই দেখ অঙ্গে অঙ্গে অস্ত্র-লেখা বাস্ককির } বাহুকি টুর্বস নছে, বাস্থকি অনার্য বীর । তুমি বাস্থস্কিরে নাথ ! করিয়াছ আলিঙ্গন কত দয়া ! কত প্ৰেম ! नवइब्रि' नांद्राइ* r জারবার বাহুকির হটঙেছে ভাবাৰেশ, . কাপিতেছে দেহ, নেত্ৰ হইতেছে নিৰ্নিশেষ। পুলকিত রোমাঙ্কিত, ইতেছে বলেন, হইতেছে স্বেদোগম, ননের দর।