পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । ১৫০৫ হিমাদ্রির ছায়া-তলে, মানব হিমাদ্রি মত, মিশ্রিত ক্ষত্রিয় কুলে, পুনঃ ভগবান আসিল রাজর্ষি রূপে, ঘোষিলা ভৈরব কণ্ঠে কি মহান কৰ্ম্মবাদ : কি ধৰ্ম্ম নিৰ্ব্বাণ । নিবিল বিগ্ৰহানল, নিবিল সে যজ্ঞ-ধূম, নিবিল সে জীবরক্ত-প্রবাহ নিৰ্ম্মম, মহাকরুণীর স্রোতে ; বহিল ভারত প্লাবি সেই করুণার স্রোত পতিতপাৱন, উদ্ধারি পতিত জাতি কত দেশ দেশাস্তর, স্বজি কত মহারাজ্য, উপরাজ্য কত ! মানব লভিল শাস্তি সহস্ৰ স্বহস্ৰ বৰ্ষ , হইল জগত কিবা স্বর্গে পরিণত ! কালে, দূর পর্য্যটনে, স্থানান্তরে রূপান্তর, হইল যুগল ধৰ্ম্ম-স্রোত তিরোহিত । পৃথিবীর পশ্চিমাৰ্দ্ধ নিমজ্জিত অন্ধকারে রহিল, বুহিল অৰ্দ্ধ ধানব পতিত। স্বদুর সিন্ধুর তীরে অসিলেন আরবার, নব যছকুলে, নব যন্থস্থানে, হরি শান্তিরস-অবতীর ; উদ্ধারিলা পপ্তভূমি ; ঘোর আত্মবলিদানে শিলা দ্ৰৱ করি । সেই বলিদান-কাষ্ঠে জ্বলিল কি মহালোক ! দেখাইল পশুগণে দেবত্ব মহান । এই করুণার লোতে তবু নয়-মরুভূমি । ভিজিল না, দ্রবিল নাপশুত্ব পাষাণ। cगरिउ नयूज जैौtद गरे प्रशमकइन्. পাণ্ডব গ্রন্থান স্থানে, আসিল আবার । ,