পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট। ৷ (>) প্রভাস, অষ্টম সর্গ, ১৪৬ পৃঃ– "শ্বেতবর্ণ মহাবল ওই নব নাগপতি,কেতন সহস্র ফণা সহ স্থদর্শন উড়াইঃ, সিন্ধুমুখে কর তার অনুসার, গাই আর্য্য অনাৰ্য্যের গীত সন্মিলন।” মহাভারত-মেধ পর্ব, চতুর্থ অধ্যায়— “এই কথা কহি মহামতি মধুসূদন অবিলম্বে নির্জন বন প্রদেশে গমন করিয়া দেখিলেন, বলদেব যোগাসনে আসীন রহিয়াছেন এবং তঁহার মুখমণ্ডল হইতে এক বৃহদাকার শ্বেতবর্ণ সপ বিনির্গত হইতেছে। ঐ সৰ্পের মস্তক সহস্ৰ সংখ্যক ও মুখ রক্তবর্ণ। সৰ্প দেখিতে দেপিতে বলদেবের মুখ হইতে বহির্গত হইয়া সমুদ্রাভিমুখে ধাবমান হইল । তখন সাগর, দিব্য নদী সমুদয়, জলপতি বরুণ এবং কৰ্কোটক, বামুকী, তক্ষক, পৃথুশ্ৰবা, বরুণ, কুঞ্জর, মিত্র, এখ, কুমুদ, পুণ্ডরীক, ধৃতরাষ্ট্র, হ্রাদ, ক্রাথ, শিতিকণ্ঠ, উগ্রতেজ, চক্রমদ, অতিষও, দুমুখ ও অম্বরীর প্রভৃতি নাগগণ সেই সপকে প্রস্থ গমন পূর্বক স্বাগত প্রশ্ন ও পাদ্য অধ্যাদি দ্বারা অচ্চন করিতে লাগিলেন।” - যদি ইহা রূপক না হয়, যদি ইহার অর্থ বলরামের কতিপয় নাগসহ সমুদ্রযাত্রা না হয়, তবে কি ? Tod’s “Rajsthan” Chap. 11, Foot note. “Arrian notices the Similarity of the Theban and the Hindu Hercules and cites as.authority the ambassador of Seleucus, Megasthenes, who says “He uses the same habit with the Theban ; and is particularly wor