পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । -ه যাহার অমিত আভায় সাৰ্দ্ধ দুই সহস্ৰ বৎসর কাল-বক্ষ উদ্ভাসিত হইয়া রহিয়াছে, এবং এখনও উইরোপ আমেরিক পর্ষ্যস্ত হিরি আলোক বিকীর্ণ হইয়া পড়িতেছে, সেই বুদ্ধদেব শক্যসিংহকে আমি নমস্কার করি। তাঁহারই অন্যতর নাম অমিতাভ । এ কাব্যথানির প্রণয়নসম্বন্ধে আমি পূৰ্ব্ববর্তী গ্রন্থকারদের কাছে বিশেষরূপে ঋণী। তবে তাহারা প্রায় সকলেই বুদ্ধদেবকে অল্পাধিক অতিমাহুৰিক ভাবে চিত্ৰিত করিয়াছেন। আমি যথাসাধ্য র্তাহাকে মামুৰিক ভাবাপন্ন করিতে যত্ন করিয়াছি। এ অবতারদিগকে মাঙ্গুষিক ভাবে দেখিলে যেন আমার হৃদয় অধিক প্রীতি লাভ করে, তাহাদিগকে অধিক আমাদের আপনার বলিয়া বোধ হয়। বুদ্ধদেবের ধৰ্ম্মও সম্পূর্ণরূপে দর্শনমূলক ; অতএব তাঁহাকে অতিমামুষিক ভাবে চিত্রিত করিবার প্রয়োজনও বিশেষ নাই। এই কাব্যের কয়েক অধ্যায় “জন্মভূমি" নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। বলা বাহুল্য “জন্মভূমি “বঙ্গবাসী, প্রমুখ হিন্দু সম্প্রদায়ের মুখ-পত্রিকা। গুনিয়াছি উক্ত কয়েক অধ্যায় "বঙ্গবাসী অধ্যক্ষগণের ও সাধারণ হিন্দু পাঠকগণের প্রতিপক্ষ হইয়াছিল। যদি তাহা সত্য হয়, তবে আমার পক্ষে ততোধিক মুখের ও সৌভাগ্যের কথা আর কিছুই হইতে পারে না । কারণ এ | পৰ্য্যন্ত বুদ্ধদেব হিঙ্গুদিগের কাছে ঘোরতর বিদ্বেষভাজন ছিলেন বিদ্বেষ এতদূর যে, পশ্চিষদেশীয় হিন্দুগণ বুদ্ধদেবের নাম করিলেই उँशददद गरुण भूशी क्रम श्रेष्व दगिह विचीन रुरद्रम। ३श्व्राजौ శ్రీన్బ్లా