পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। . * #Rs (२) ভবিষ্যৎ । হিমাদ্রির চারু অঙ্কে পবিত্র অজমে যোগস্থ আসিত ঋষি ; সিত জটায়াশি শোভিছে মস্তকে অতি বৃদ্ধ মহৰ্ষির,— হিমানী-কিরীট ক্ষুদ্র শৃঙ্গে হিমাদ্রির ! দেখিলেন ধানে ঋষি অপূৰ্ব্ব কুমার হইয়াছে অবতীর্ণ কপিলনগরে, অপূৰ্ব্ব আনন্দ প্লাবি আকাশমণ্ডল পুলকিত পবিত্রত করিছে ভূতল । শূন্তে যোগবলে ঋষি রাজহংস মত আসিয়া কপিলপুরে মনোরথ-গত্তি কহিলেন-“নরপতি ! আসিয়াছি আমি তব নব জাত শিশু স্করিতে দর্শন ; পূৰ্ব'ও বাসন মম।” সন্ত্রমে নৃপতি আনি পুষ্পনিভ শিশু চরণে ঋষির রাখিলেন স্বর্ণসনে, শেভিল তখন স্বর্ণ পুষ্পপাত্রে স্বর্ণ পুষ্প নিরুপম । “श्रडूठ-चाडूउ नि७ !”-कश् ि५बिदत्र ভক্তিভরে প্রদক্ষিণ করিয়া শিশুরে রহিলা—নীরবে ধান-মক্স অবিচল, বহিতে লাগিল অশ্রধারা অবিরল। ভৗত রাজা গুদ্ধোদন, বিক্ষিত-অন্তর অমঙ্গল ছায়াচ্ছন্ন, মেঘাচ্ছন্ন যেন হইল প্রফুল্ল শশী, জিজ্ঞাসিলা ত্রালে—