পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। . >@r8@。 সজ্জিত অশোক কক্ষ বিচিত্র বাসনে, বিচিত্র কুহুমদামে, বিচিত্ৰ ভূষণে । বিচিত্র পুষ্পের বেদি ; পুষ্পেত কুমার নবীন যৌবন-পুষ্পে ; দীর্ঘ পুষ্পহার । চারু নব যৌবনের শাক্য কুমারীর বহিতে লাগিল ধীরে, ষেন জাহ্নবীর সলিলে কুমুমদাম চলেছে ভাসিয়া পূজি কোনো দেব-পদ তরঙ্গে নাচিয়া । কুমার সজ্জিত পুপে, সজ্জিত কুমারী, সজ্জিত অশোক ভাও পুষ্পে সরি সারি } কুমারের করে ভাণ্ড করিয়া গ্রহণ, বিনিময় করি করে আত্ম সমর্পণ, একে একে ভাও শিরে গেল বালাগণ, । গেল চন্দ্র-কিীটনী যামিনী যেমন । কুমার অটল, স্থির, অবিচল মন, স্বর্ণ দেবমূৰ্ত্তি যেন –এ কি দরশন ! কৌমুদী যামিনী-শেষে উঠিল কি ভাসি উষার আলোকরশি ক্ষ প্রভাতে হাসি । দণ্ডপাণি-মুতী গোপী অতি ধীরে ধীরে প্রবেশিল দিবা যেন অশোক-মন্দিরে । হাসিল সে রূপালোকে কক্ষ স্থশোভন, বসন্ত- প্রভাতে যেন কুছম-কানন । কুমার চাহিল-চক্ষু ফিরিল না আর, নিম্পদ বুহিল চাহি বদন গোপার । ভাসিয়া উঠিল জন্মান্তর-স্থতি মনে, • অঙ্কুরিল স্থপ্ত বীজ বর্ষ সমাগমে। :