পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>@r8○ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কুমার দেখিলা স্বপ্ন,--যমুনার তীর, কি মুন্দর বন, কিবা শোভা প্রকৃতির । কিশোর গোপাল তিনি, কিশোরী গোপিনী এই গোপা, কিশোরের প্রেমে উন্মদিনী । কি মধুর প্রেমলীলা ভক্তির চরম । কি মধুর যুগলের আত্মবিস্মরণ ! গোপাও আপনা-হারা রয়েছে চাহিয়া, নবেঢ়ি যুথিকা যেন চন্দ্র নিরখিয়া । কি অজ্ঞাত মুখে পূর্ণ দুইটি হৃদয় । হইল প্রথম,—মুখ পৃথিবীর নয় । ভঙ্গ স্বপ্ন কুমারের, ভঙ্গ কুমারীর, হইল, রহিলা চাহি পানে পৃথিবীর । সলজ্জা কহিলা গোপী হাসি অtধ আধ— “যুবরাজ ! করিয়াছি কোন অপরাধ ? করিলে বঞ্চিত, নাহি দিলে উপহার, কেন হইলাম আমি ঘৃণার আধার ?” “নহুে ঘৃণা”—লজ্জাপূর্ণ কহিল কুমার : *নিঃশেষ অশোক ভাও , কিবা উপহার দিব ভাবিতেছি মনে।” করিয়া মোচন অঙ্গুরী গোপার করে করিলা অৰ্পণ । রীড়ার অরুণ রাগ কপোলে গোপার ভাসিল, অঙ্গুরী গোপা খুলি আপনার কহিলেন—“এ অজুরী করুন গ্রহণ বুত্ব विनिभदग्न এই फूल অকিঞ্চন । আমি উপাসিক, নহে বাসন আমার