পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৫ নবানন্দ্রের গ্রন্থাবলী। ইঞ্জিয় দুৰ্দ্ধমনী, শত অবগুণ্ঠনেও সেই নারী সদা অনাবৃত । অম্বুবশ চিত্ত মম, পতিতে আমার প্রাণ, । চরিত্র দুর্ভেদ্য আবরণ, হৃদয় অজেয় দুর্গ, তাহার রক্ষক ধৰ্ম্ম, লজ্জা অবগুণ্ঠন বসন ৷” গোপ আর সিদ্ধার্থের বিবাহ পবিত্র যোগ গঙ্গা ব্ৰহ্মপুত্রের মিলন, ননং জাপান কায়, গোপী পুণ্যবতী ছায়" পতি-প্রাণে পশিল কেমন ! দুইটি শিশির বিন্দু স্বথা ফুল্ল পুষ্পদলে সমীরণে হয় সংমিলিত, দুইটি হৃদয় প্রেমে হইল মিশ্রিত তথা, হইল বিস্থিত বিমোহিত । রাজপুত্র এতদিন ছিলেন জীবন-পথে পশ্বিক একাকী অসহায়, সদিনী সহধৰ্ম্মিণী মিলিল, পাইল তরু শক্তি, সম-প্ৰাণত, লতা। বুঝিলেন রাজপুত্র নৃশংস হিংসার মাত্র - ब्रत्रकृषि नप्रु ७ गएगी, আছে তাহে প্রেমধারী निद्रभण श्रृं*ौठण, বনপথে আলো জ্যোংমার ! ভাবিলেন বুঝি আছে দুঃখের ছায়ায় স্থখ, ছাহাৰাসনে আছে হাসি, , মরুভূমে আছে সর- পডিগ্রীণ রমণীর পত্তি-প্রেম স্বৰ্গ-মুধারাশি।