পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ ৷ ” - :(t(Nలి জড়িত ব্যাধির জালে প্রলুব্ধ মৃগের মত । বাসন জলন্ত বহ্নি ? তাহার ইন্ধন ভোগ ; ভোগ মুখ স্বপ্ন সম, জলে চন্দ্র-ছায়া যোগ ! • যৌবনে মুন্দর দেহ হ’লে জরা-ব্যাধি-গত করে নর পরিহার, মুগে শুষ্ক হ্রদ মত । ফলিত পুষ্পিত চারু বৃক্ষ সম দেহ, হায়ু । জরা আক্রমিলে হয় তড়িৎ-আহত-প্রায় । কহ মুনে ! মানবের কি আছে উপায় বল ? জরা দহে দেহ, যথা গুপ্ত বিষ বনস্থল । হয়ে পরাক্রম বেগ, সুরূপ বিরূপ করে, হরে মুখ, হরে শান্তি, ব্যাধি-দগ্ধ করে নরে। কহ মুনে ! মানবের কি আছে উপায় বল ? নিৰ্ব্বাণ হইবে কিসে জরী-ব্যাধি-দুঃথানল ? শিশিরে তুষারপাতে প্রফুল্ল কমল প্রায় হায় ৷ দেহ, বল, রূপ—সকলি শুকায়ে যায়। নিপতিত নদীবক্ষে বিশুষ্ক পত্রের মত, এ সংসারে প্রিয়জন ভাসিয়া যায় সতত। যে যায় সে ষায় হায় ! কেহ ত ফিরে না আর, মিলন তাহার সহ নাহি হয় আরবার। সকলি মৃত্যুর বশে, মৃত্যু বল বশে কার? জন্ম-জরা-মরণের বিষে পূর্ণ এ সংসার। করেছিলে প্রণিধান সিদ্ধার্থ। কি মনে হয়— উদ্ধারিতে এ সংসার উপস্থিত সে সময়।" চন্দ্রম পশ্চিমাকাশে ডুলিতেছে ধীরে ধীরে, ধীরে ধীরে ভাসিতেছে উষ পূৰ্ব্বাকাখ-শিরে বাণী-কণ্ঠে এ সময়ে গুনি এ অপূৰ্ব্ব গান, '