পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2d 6:8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী নিদ্রিত কি জাগরিত সিদ্ধার্থের নাহি জ্ঞান । বারেক ভাবিলা মনে—পৃথিবীতে এ সঙ্গীত সম্ভবে না, শুনিতেছি স্বপ্নে ক্রিদিবের গীত । শুনিলেন বিহঙ্গের অস্ফুট কাকলী গান। বুঝিলেন নহে স্বপ্ন,-আকুল হইল প্রাণ। হৃদয় করিল মুগ্ধ সঙ্গীত-সুধা-তরল, জাগিল নিদ্রিত প্রাণে প্রচ্ছন্ন বৈরাগ্যানল । আবার উঠিল বাজি বাণীতে মধুর গান, শুনিতে লাগিল পুনঃ সিদ্ধার্থ উদাস প্রাণ ।

গাথা । > এ বঁাশীর স্বর, भांनब-उँौदन ! মুখাময় অনিল-নিশ্বন । , অনিল-লহরী মত, জীবন বহে সত্তত, ঝটিকা নিশ্বাস-কুস্বপন । - & কোথা হইতে আদি কোথায় বাঁধা ভালি, আদি অস্ত কোথায় কেমন ? শুধু দেখি অনিবার আসে যায় বার বার, তাহে শাস্তি পায় না কখন । wo +. এই ভোগ, এই স্বত্থ, এই পরিজন-মুখ, वैश्विद्रौद्र उद्रब cवशन, উঠ উঠ, মামান্বত । কঁদিছে দুঃখে জগত,—

  • कि कांठद्र कझ१ cरांनन !