পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। । •૯૯૨ কে পারে দেখিয়া ইহা অামেদে হইতে রত ? সারথি ? ফিরাও রথার ” - আর এক দিন যুব যাইতে উষ্ঠান পথে দেখি বৃত চিত্তবিদারক, জিজ্ঞাসিয়া—“একি দেখি, খাটের উপর দেহ, বস্ত্রাবৃত আপাদমস্তক ! কেন বা বহিয়া উহ। নিতেছে ইহার বল, কেন বেড়ি’ নর-নারী হয় । করিতেছে আৰ্ত্তনাদ, করি বক্ষে করাঘাত,

  • গড়াগড়ি দিতেছে ধূলায় ? সারথি । ত্বরায় ! কহ ! এ কি করে মম প্রাণ ! এ কি, বর্ষে আমার নয়ন!” সারথি বিষাদে কহে,- “থাটের উপরে দেব !

. • হতভাগ্য মুত একজন । জীবথেল শেষ তার, পত্নী, পুত্র, পরিবার, পৃথিবীতে দেখিবে না আর । ফুল্লায়েছে মুখভোগ, গৃহ তার অন্ধকার, পরিজন করে হাহাকার !" কুমার গম্ভীর মুখে কহিলা,-হায় রে ধিক্‌ ! জরুজর্জরিত এ ধেীবন ! বাধি ভোগ্য দেহে ধিক্ ! অনিত্য জীবনে ধিক্ । ধিক্ ভোগরত জ্ঞানিগণ । নাহি থাকে স্বরাব্যাধি নাহি থাকে মৃত্যু যদি, তবু দুঃখপূর্ণ এ সংসার । , 3. সারৰি। ফিরাও বুখ, যাব না উন্মাদ-পথে, মুক্তি চিন্তু করিব ইহার ” :