পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»zve নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ঝটিক আসন্ন সেই গাম্ভীৰ্য্য সিন্ধুর— দেখিল, বুঝিল গোপী ; অমঙ্গল-ছায়া ভাসিল আনন্দকাশে ; কঁাপিল হৃদয় । বসিলেন রাজপুত্র স্বর্ণ-সিংহাসনে খচিত বিবিধ রত্নে, কুসুম-মালায়, সঙ্গীত-স্বধায় পূর্ণ কক্ষে আলোকিত, সজ্জিত পল্লবে পুষ্পে, চিত্রে, প্রতিমায়,পুপ-ক্রিসলয়-মী নৰ্বন-মালায় । , প্রেমভর প্রাণভরা, কতই উচ্ছ্বাস উঠিল রমণীকণ্ঠে, কণ্ঠে সরিঙ্গের । সেই মৃধাধরা নাহি প্রাণে কুমারের প্রবেশিল, পরশিল হৃদয় তাহার, প্রসারিত পদ্মপত্রে যথা বারিধার। ;কুমার উদাস প্রাণে কুহিলা বসিয়া । ন শুনি সঙ্গীত যুব, শুনিছে কেবল জয়-মৃত্যু-প্ৰপীড়িত-জীব-হাহাকার । না দেখি নৰ্বকী-মুখ, দেখিছে কেবল জরাজীর্ণ, রোগে শীর্ণ, মৃত, নিরস্তর ;– দেখিতেছে আর শাস্তমূৰ্ত্তি ষোগিবর । * অনুসর । অনুসর ”-কহিছে কেবল জলদগন্ধীর স্বনে যোগী নিরস্তর। যুবক শুনিছে—‘অনুসর! অনুসর ‘’ ৷ দ্বিতীয় প্রহর নিশি ; উৎসব-কল্পোল নিবিয়াছে, নিবিতেছে ধীরে পুরালোক। আনদের অবসানে অবস পুরী নিয়া ৰাইতেছে মুখে, গোপ নিদ্রাবতী ।