পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:৫৭২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পুত্রের প্রার্থন পুত্রপ্রাণ নৃপতির । পশিল হৃদয়ে হায় ! বজের মতন। পড়িতে নৃপতি অৰ্দ্ধ-মূৰ্ছত মায়ায় * ধরিলা কুমার ; বৃদ্ধ সংবরি আঘাত কহিলেন—“কহ বৎস কোন প্রয়োজনে ত্যজিবে সংসার ? কহ কি অভাব তব ? রূপবতী, গুণবতী, সাণ-প্রতিম গোপ বধুমাতা মম ; নবজাত শিশু নবেদিত শশধর ; এই শাক-রাজ্য বিস্তীর্ণ সুবর্ণ প্রস্তু, চাক লীলাভূমি প্রকৃতির, বীরভূমি বীরের জননী । অনুপম রূপ তব, নবীন ধেীবন, শিরীষ-কুসুম-সম দেহ মুকুমার । পুপঘাতে যেই দেহ হয় প্রপীড়িত, কঠোর সন্ন্যাস-ক্লেশ সহিবে কেমনে ? ছ! পুত্র জীবনাধিক ! পাইয়া তোমায় ভুলিয়াছি আমি তৰ জননীর শোক ; মুছিয়াছি রক্তধারা ক্ষত বজাহত সে বিদীর্ণ-হৃদয়ের, স্মৃতি জীবনের । আশার আকাশে হায় ! এ বৃদ্ধ বয়সে, ভূমি মাত্র ধ্রুবতীয়, এই জীর্ণ-তরী তোমাকে চাহিয়া মাত্র রয়েছে ভাসিয়া। ডুবা”ও না তারে ভূমি । এই জীৰ্ণ-গৃহ করিও না ধরাশী, একমাত্র বল, এধই আশ্রয়, তার কারণ হরণ " হলো কণ্ঠরোধ শোকে বহিতে লাগিল ।