পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sgb • নবীনচন্দ্রের গ্রন্থাবলা। স্বমেরুর মত দৃঢ় প্রতিজ্ঞ আমার। মস্তক উপরে বজ্ঞ, তপ্ত লৌহ পথে প্রজ্বলিত শৈলশৃঙ্গ হয় নিপতিত, তথাপি প্রতিজ্ঞ নাহি করিব লঙ্ঘন । , শত পত্নী, শত পুত্র, শত মাতা পিতা, দাড়ায় সম্মুখে যদি, শত মায়া-বলে করে অবরুদ্ধ পথ ছন্দক ! প্লাবিত করে নয়নের জলে, o হাহাকারে, তথাপি প্রতিজ্ঞা মম পালিব নিশ্চয় - আর না, আনিতে অশ্ব চলিল ছন্দক: পশিলা সিদ্ধার্থ গৃহে জনমের মত দেখিতে গোপার, নব প্রস্থনের, মুখ । স্থতিক-আগারে ধীরে করিয়া প্রবেশ দেখিলা জগিছে মৃস্থ মন্দ দীপাবলী মৃত্যু আলোকিয়া কক্ষ ! কুসুম-শধ্যায় আলুলায়িত কুন্তল, খলিত-বসন, নিদ্রা যাইতেছে গোপা, বক্ষে সপ্ত শিশু, —সোণার প্রতিম। বক্ষে সোণার কুহুম— লইয়া অাদরে ষেন ;-জিনি দীপদাম করিয়াছে আলোকিত গৃহ জুই জন । এ বার সিদ্ধার্থ-বক্ষ কপিল না আর, কেবল ইট বিন্দু ঐ নম্বনে আসিল, ভাগি, ধীরে,-মায়ার চরণে সিদ্ধার্ধের স্বশীভল শেষ উপহার । স্বাড়াইয়া দ্বারে, শির রাখিয়া প্রাচীরে अवगछ, tसश् श्छि, त्रदकक्ष श्रृंग ;