পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$493 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । অবসাদে নিদ্রাগত পুৰাৰ্টি নিত্রীগত দেীবারিক চুয়ারে ইয়ারে। ভাবে নাই স্বপনেও উৎসব নিশীথে নিৰ্ম্মম হৃদয়ে সদ্যঃপ্রস্থত প্রস্থতি হায় রে! যাইবে ছাড়ি এরূপে কুমার । , এই মহাপুরে বৃদ্ধ নৃপতি কেবল জাগিতেছে শোকে অৰ্দ্ধ-জাগ্ৰত-মূৰ্ছিত, ভাসিতেছে অনিবার নয়নের জলে । কোমল চরণক্ষেপে নীরবে গম্ভীরে চলিয়াছে ধীরে অশ্ব, চলিয়াছে ধীরে ছন্দক পশ্চাতে শোকে গম্ভীর নীরব; বহিতেছে অশ্রধারা বক্ষে দর দর । পূর্ণচন্ত্র-প্রচ অখে, পূর্ণচন্দ্র শত জিনি রূপে অশ্বারোহী বলিয়া নীরবেনাহি খেদ, নাহি দৈন্ত, নাহি শঙ্কা ভয়, নাহি মায়া মমতার রেখা মাত্র মুখে । প্রফুল্ল প্রসন্ন মুখ, হৃদয়-গগন নৈশ গগনের মত শাস্ত সমুজ্জ্বল । দেখিল ছন্দক যেন অগ্ৰে কুমারের চলিয়াছে দেবগণ পুষ্প বরৰিং, বাঙ্গাইয়া দেবত্বা, আনন্দ সঙ্গীতে পরিপূর্ণ করি নৈশ ভূতল গগন। শুনিল ছন্দক যেন পশ্চাত্তে কাতরে মূৰ্ত্তিমতী শাক্যলক্ষ্মী বিমুক্ত-কবরী কঁাদিছে বিৰশী শোকে, কঁাদিতেছে পুরী । অতিক্ৰমি পুরী রাজপুত্র মূহূর্তেক