পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{. অমিতাভ । * ఫి. “কপিলনগর হুইবে এবার , "নব বৃন্দাবন-ভূমি। - “জীব-দুঃখে, দেবি । লইল মস্তকে “যে পুত্র এ দুঃখ ভার, "বৃদ্ধ পিতা মাতা ভাসাইতে দুঃখে “কঁদিল না প্রাণ তার ? "কাদে যার প্রাণ দেখিলে কীটের (ও) “বিন্দু মাত্র রক্তপাত , “পিতা, মাতা; পত্নী, সন্ত-শিশু শিরে “লে কি করে বজ্রাঘাত ? “না না, কুমারের অচিন্ত্য নিয়তি “নিয়াছে অচিন্ত্য পথে "নিস্ফল এ শোক, গিয়াছে কুমার “নরের উদ্ধার-ব্রতে । “কি সাধ্য আমরা হীন ক্ষুদ্র জীব “যব দেবপথে তার “কি সাধ্য পতঙ্গ করিবে লঙ্ঘন “হেন মহা পারাবার ? “কেবল ধৰ্ম্মেতে পতিত তাহাঁকে “করিব, হইব আর । "সন্ন্যাসীর গ্রিন্থে ! জান না কি নাহি * পিতা মাত পরিবার ” “চল তবে নাখ "-কহে কঁদি মাতা - "চল যাই কোন ঘনে । "এ গৃহ-ক্ষ্মশানে থাকিব না আর “পুড়ি এই হতাশনে।