পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । సిరి ‘সিদ্ধার্থ আমার হইবে সিদ্ধার্থ,— "পুত্র নর-নারায়ণ । “যেই সিংহাসনে বসিবে কুমার. . “তুচ্ছ শীৰ্য্য-সিংহাসন, "তার তুলনায়, তুচ্ছ ধরা-রাজ্য ; “পুত্র নর-নারায়ণ । “হায়! কি দেখিবে সেই পুণ্যাসন “७ई बूक झई खन ? “সেই পণ্য রাজ্যে পিতা মাতা তোর “পাবে স্থান ক্ষুদ্রতম ? “জন্ম, জরা, ব্যাধি, মরণ হইতে “সিদ্ধাৰ। যদি নিষ্কৃতি “লভে নর-নারী ; তোর পিতা মাত৷

  • পাবে না কি তোর প্রীতি ? নৃপতির দর-দর বিগলিত *

বহিল নয়ন-বারি ; রহিল নীরবে চাহি শূন্তপানে । করে অশ্র অপসারি কহিল—“গৌতম! যাও ত্বরা করি যথায় ধূলায় পড়ি “সোণার প্রতিমা পুত্রবধু গোপ “যাইতেছে গড়াগড়ি ” সপ্ত দিবানিশি, দিনে কত দিন। নিশিতে কতই নিশি !— শোকে অচেতনা দীনহীন গোপী ধরায় অধীর মিশি।