পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীমচন্দ্রের গ্রন্থাবলী । অপরা হতে বা বসি একাকিনী । বনপ্রান্তে, দূর পথ চাহি অবিরাম, কহিল—“গিয়াছে আশা। এইরূপে হয় । যাইবে জীবন কি লো ? স্বৰ্য্য অস্তমিত – যেই সন্ধ্যা-ছায়া হয় | ভাসিতেছে এবে । জীবনে এ দুঃখিনীর, নিবিড় নিশীথে, তাও অভাগিনীর কি হবে পরিণত ? ' রমণীর মুখস্থৰ্য্য, রমণীর প্রেম, ডুবিয়াছে বহুদিন। হয় ত উদয় । অস্তরবি, অস্তপ্রেম ফিরে না কি আঁর? ভ্রাতার সাম্রাজ্য আশা এক ক্ষীণালোক সঞ্চারিয়া সেই ঘোর নিরাশা-আঁধারে, করিয়াছে সন্ধাময় জীবন আমার এইরূপে, এইরূপে সেই ক্ষীণালেক,— হা বিধাতঃ ! এইরূপে যাবে কি নিবিয়া ?” হেমন্ত-শৈশব-সন্ধ্যা ধীরে ছায়ামী উত্তরিয়া কুরুক্ষেত্রে, ঢালিল শাস্তির শীতল বিষাদ ছায়া সমর-অনলে । দিবসের শেষ অস্ত্র উঠিল, পড়িল ; দিবসের শেষ মৃত চুম্বিল ভূতল ; শেষ সিংহনাদ, শেষ কোদগুটঙ্কার, মিশাইল সন্ধ্যানিলে । শেষ শঙ্খনাদে দিবসের বুণ-শাস্তি ঘোষিয়া গম্ভীরে, যোগণ দুই স্রোতে চলিল শিবিরে,— অনন্ত বলাকামালা দুই স্রোতে যেন फ़जिण कक्जौकए* श्नांविष्ठा श्रृं★१ ?