পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । א) סטאל दांप्लग्न কাম, করে প্রতারিত মহামরুভূমে কাম মরীচিকামত। প্রাচীন মগধপুরী দেখ ধ্বংসশেষ পড়ি ভব পতলে,- মৃতৃপ্ত নামের . কি আদর্শ বিভীষণ গিরিব্রজপুর জরাসন্ধ নৃপত্তির । এই স্বর্ণপ্রস্থ বিস্তৃত মগধ রাজ্যে রাজ্যের কামন পূরিল না ; অষ্টোত্তরশত নরপতি দিয়া বলিদান যজ্ঞে করিবে প্রচ'র সাম্রাজ্য, ছুটিল বেগে অস্তৃপ্ত কামনা মহাশ্রোভস্বতী মত গ্রাসিতে ভারত ! পরিণাম তার ওই ক্ষুদ্র মল্লভূমি, এই ধ্বংস রাজপুরী ! কামী মানবের করাল কালের শ্রেীতে সাক্ষী ও শিক্ষক । কি ভীষণ ! বসি শৃঙ্গে শুন নরনাথ ! কামভোগী নরনারী কিবা হাছাকার করিতেছে জন্ম-জরা-ব্যাধির পীড়নে । আছে কোন ধৰ্ম্মপথ দুঃখী জীবগণ এই দুঃখীর্ণব হ’তে করিতে উদ্ধার, লভিড়ে উদ্ধার মম খুজিব সে পথ । ছাড়িয়াছি শক্য-রাজ্য, শাক্যরাঞ্জপুরী মুখ সম্ভোগের খনি, লভিতে সে বোধ :সেই জ্ঞান মহাধৰ্ম্ম করিতে প্রচার ” বিম্বিসার নৃপতির চক্ষু-আবরণ পড়িল খসিয়া, জ্ঞান হইল উদয় । করষোড়ে নরপতি কহিলা কাতরে